আইনজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি
বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের সাবেক ও বর্তমান বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক জাগো নিউজকে বলেন, রাজধানীর ১৯ নং হেয়ার রোডে প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সকল আইনজীবীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিয়ম করবেন প্রধান বিচারপতি। এতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীর জন্য উন্মুক্ত থাকবে।
এফএইচ/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল