দেশত্যাগ করবেন না, প্রধান বিচারপতিকে জয়নুল আবেদীন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আপনি দেশত্যাগ করবেন না। সারাদেশের মানুষ আপনার সঙ্গে আছে। আপনি যেখানেই থাকুন না কেন আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে আপনাকে স্বপদে বহাল করব।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধনে এসব কথা বলেন জয়নুল আবেদীন। ঘোষিত পাঁচদিনের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল আজ। এসময় মঙ্গলবার আবারও সারাদেশে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নিতাই রায় চেীধুরী, সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তি প্রমুখ।
এফএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল