জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২ ডিসেম্বর
আগামী ২ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরাসহ দেশের অধস্তন আদালতের সব স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেবেন।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগীয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী এম আনিসুল হক এমপি এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর