নিউ মার্কেটে দোতলা করার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
রাজধানী ঢাকার নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন আদালত।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
নিউ মাকের্টের ছাদের ওপর স্টিলের চাউনি দিয়ে ১৭৮ টি দোকান নির্মাণের সিন্ধান্ত নেয় ডিএসসিসি। এর প্রতিবাদে জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধ করার পরেও ওই সিদ্ধান্ত থেকে সরে না আসায় রিট করেন সংশ্লিষ্টরা।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রোববার এই আদেশ দিলেন।
এফএইচ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল