রোজিনার পা বিচ্ছিন্নের পর মৃত্যু : প্রতিবেদন ২৮ জুন
ছবি-ফাইল
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার গৃহকর্মী রোজিনার পা বিচ্ছিন্নের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২২ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য গত ২০ এপ্রিল মহাখালীতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার গৃহকর্মী রোজিনা আক্তার। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির একটি বাসের (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। বাসটি তার ডান পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় সেটি (পা) দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনার পর গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের করেন। গত ২৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।
জেএ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল