দণ্ড নিয়ে খালেদার আপিল শুনানি রোববার
ছবি-ফাইল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল শুনানি রোববার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
শুনানির বিষয়টি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের কজলিস্টে রয়েছে।
এর আগে গত ২৫ জুলাই শুনানির পর ২৯ জুলাই রোববার পর্যন্ত তা মুলতবি রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে, এ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিনের মেয়াদ বাড়ল।
২৫ জুলাই খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রেজাক খান ও এজে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে থাকবেন আইনজীবী খুরশীদ আলম।
এ সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমিনুল হক, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদীন, আমিনুল ইসলাম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরোদ্দোজা বাদল, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. ফারুক হোসেন, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশরাফী, মির্জা আল মাহমুদ, সালমা সুলতানা সোমা, ব্যারিস্টার এম. আতিকুর রহমান, এহসানুর রহমান ও ফাইয়াজ জিবরান প্রমুখ।
২৫ জুলাই বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৪টার দিকে শুনানি হয়। এরপর রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তা মুলতবি করেন আদালত।
এফএইচ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর