সংবিধানের ১৬তম সংশোধনীর রিট : বক্তব্য পেশ শুরু
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী রিটে জারি করা রুলের ওপর শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য পেশ শুরু করেছেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসি। শুনানিতে তিনি বলেছেন, ষোড়শ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কি-না, তা দেখতে হবে। কারণ, বাহাত্তরের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়েহ গঠিত বৃহত্তর বিশেষ বেঞ্চে উক্ত রুলের ওপর শুনানি শুরু করেন। পরে শুনানি মুলতবি করে আগামী ১৩ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। ওই দিনও আজমালুল হোসেন আবার তার বক্তব্য উপস্থাপন করবেন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। ২০১৪ সালের ৯ নভেম্বর ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন।
এরপর গত ২১ মে রুল শুনানির প্রথম দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে পাঁচজন সিনিয়র আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত দেন আদালত। তারা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি।
এফএইচ/আরএস/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল