আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরবর্তী প্রিলিমিনারি পরীক্ষার ফরম ফিলাপের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিল অফিস স্থানান্তর প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল প্রার্থীর অনুকূলে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন না হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এনরোলমেন্ট প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফরম ফিলাপের কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
একইসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত সকল প্রার্থীকেই ফরম ফিলাপের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল