শহিদুল আলমের মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ ছাড়া মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেছেন শহিদুল আলমের আইনজীবী। পরে জাগো নিউজকে বিষয়টি জানান ব্যারিস্টার সারা হোসেন।
আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত বছরের ৬ আগস্ট রমনা থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর একই বছরের ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বর্তমানে শহিদুল আলম এ মামলায় জামিনে রয়েছেন। তিন মাস কারাভোগের পর গত বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
এর আগে গত বছরের ১৫ নভেম্বর ওই মামলায় শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট।
এফএইচ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যা মামলার চার্জশিটে আপত্তি আছে কি না জানাতে বাদীকে তলব
- ২ হাদি হত্যা মামলায় ৭৭ জন সাক্ষী, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপিকে লিগ্যাল নোটিশ
- ৪ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি
- ৫ প্রথম আলো কার্যালয়ে হামলার মামলায় আট আসামি রিমান্ডে