শ্যোন অ্যারেস্ট চ্যালেঞ্জ করে হাইকের্টে রিট
একই মামলায় জামিন পাওয়ার পর আসামিকে কারাগারের সামনে থেকে বা মুক্তি পাওয়ার পর থানার সামনে থেকে শ্যোন আরেস্ট দেখানোর বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সম্প্রতি এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এ রিটের ওপর সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলের কেন্দ্রীয় নেত্রী সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার গ্রেফতারের বিষয়কে কেন্দ্র করে ওই রিট আবেদন করা হয়।
জানতে চাইলে এই আইনজীবী জানান, রুহুল কবির রিজভীকে দুই ২ মামলায় জামিনের পর একবার ও পাপিয়াকে ৪ মামলায় জামিনের পর ২ বার শ্যোন অ্যারেস্ট দেখায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মূলত এসব বিষয় নজরে এনে রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী।
তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কোনো নাগরিককে বার বার গ্রেফতার করে তার জীবন সঙ্কটাপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্প্রতি বিএনপির নেতাদের গ্রেফতারের ক্ষেত্রে এ আইন মানা হচ্ছে না। তিনি বলেন, সংবিধানে একজন নাগরিককে আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে।
জানা গেছে, রুহুল কবির রিজভীকে ৩০ আগস্ট গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে রুহুল কবির রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ও পাপিয়া কাশিমপুর কারাগারে আছেন।
এফএইচ/এসএইচএস/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক ইমরানের শেয়ার অবরুদ্ধের নির্দেশ
- ২ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল
- ৩ জয় বাংলা স্লোগান ও জাতীয় সংগীত গেয়ে কারা সুবিধা হারালেন পলক
- ৪ চানখাঁরপুলে ৬ হত্যা মামলার যুক্তিতর্ক ১৫ ডিসেম্বর
- ৫ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি