ইয়াবাসহ গ্রেফতার একই পরিবারের চারজন কারাগারে
রাজধানীর মিরপুরে ছয় হাজার ইয়াবাসহ গ্রেফতার একই পরিবারের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. শহিদুল ইসলাম (৩৩), মো. নুর নবী (২৮), মো. আব্দুর বারী (৩০) ও পপি আক্তার (২০)।
রোববার (৮ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর রূপনগর থানায় মাদক দ্রব্য আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার সিডি না থাকায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
রূপনগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর-৬ এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা করে র্যাব-১ ব্যাটালিয়নের একটি দল। এরপর তাদের বিরুদ্ধে রূপনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
জেএ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর