শুক্রবার মুজাহিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন তার পরিবারের ৫ সদস্য। মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাদরুরের নেতৃত্বে বেলা ১১টায় তারা সাক্ষাতের জন্য যাবেন।
মুজাহিদের অন্যতম আইজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান।
গত ৩০ সেপ্টেম্বর বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরের দিন ১ অক্টোবর তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেb আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এফএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা হয়
- ২ জোটের প্রার্থী হলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট
- ৩ সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন-ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে
- ৪ জিয়াউলসহ ১১জনের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৫ কোর্ট ফি’র ২০ শতাংশ কল্যাণ তহবিলে জমার দাবি আইনজীবীদের