ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার একজনের জামিন, দুজন কারাগারে

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার একজনকে জামিন ও দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩০ মে) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামি ইমাম হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন। অপর দুই আসামি জাহিদ হোসেন (২০) ও সুমনের (১৯) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামি জাহিদ হোসেন ও সুমনের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেএ/এমএসএইচ/এমকেএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করতে আইনজীবীর আবেদন
- ২ পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৩ শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মানবতাবিরোধীর আওতায় পড়ে না
- ৪ কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ: আসামি রাজুর যাবজ্জীবন
- ৫ ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ