ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রাশেদ চিশতীর জামিন শুনানি ১৬ জুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৯ জুন ২০২০

টাঙ্গাইলে অর্থপাচারের অভিযোগে করা মামলায় জামিন বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছিলেন রাশেদুল হক চিশতী।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৬ জুন নির্ধারণ করেন।

রাশেদুল হক চিশতী ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে।

জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, টাঙ্গাইল আদালত থেকে গত ২৭ মে জামিন পেয়েছিলেন রাশেদ চিশতী। এর বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। গত ৩ জুন হাইকোর্টের ভার্চুয়াল আদালত জামিন আদেশ বাতিল করেন। কারণ টাঙ্গাইল ভার্চুয়াল কোর্ট থেকে দুদকের আইনজীবীকে শুনানি না করে জামিন দেয়া হয়েছিল। এজন্য ওই আদালতে ফের জামিন আবেদন করে দুদকের উপস্থিতিতে শুনানি করার জন্য বলেছিলেন হাইকোর্ট। কিন্তু এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করেন রাশেদ চিশতী। মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানির জন্য ১৬ জুন দিন নির্ধারণ করেন চেম্বার কোর্ট।

ফারমার্স ব্যাংকের বকশীগঞ্জ শাখা থেকে ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় রাশেদ চিশতীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলাটি করে দুদক।

এফএইচ/এমএআর/এমকেএইচ