কারাগারে মির্জা ফখরুল
পল্টন থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলায় নিম্ন আদালতে জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, সানা উল্লাহ মিয়া, মাসুদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।
এর আগে সোমবার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিবের জামিনের মেয়াদ তৃতীয় দফা বাড়ানোর আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ফলে তাকে নির্ধারিত তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
উল্লেখ্য, চলতি বছর পল্টন থানা এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা তিনটি মামলা করা হয়।
এমএম/এআরএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর