ফিরে গেলেন সাকার আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের সুযোগ না পেয়ে ফিরে গেছেন তার আইনজীবীরা। ফিরে যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় জেলগেটে সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ‘কামারুজ্জামানের আইনজীবীরা রিভিউ খারিজের পরও তার সাক্ষাৎ পেলে আমরা কেন পাব না?’
এর আগে দুপুর দুইটায় কারাকর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেন সালাউদ্দিন কাদেরের সাত আইনজীবী। তবে অনুমতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চলে যান তারা।
উল্লেখ, বৃহস্পতিবার পরিবারে সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে সাকা চৌধুরী তাদের জানিয়েছিলেন- আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
এআর/জেইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল