১০ দিনের মধ্যে বিচারিক আদালতের মামলার পরিসংখ্যান পাঠাতে নির্দেশ
ফাইল ছবি
আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিচারিক (অধস্তন) আদালত বা ট্রাইব্যুনালের মামলার পরিসংখ্যান জানানোর জন্যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (২১ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতসমূহের মামলার পরিসংখ্যান ও তথ্য সম্বলিত জুডিশিয়াল ড্যাশ বোর্ড প্রস্তুত করা হয়েছে। উক্ত ড্যাশ বোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার সংখ্যা বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলাসমূহের পূর্ণাঙ্গ বিবরণী আগামী ১০ দিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।
সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, পরিবেশ আপিল আদালতের বিচারক, সাইবার ট্রাইব্যুনালের বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনালের বিচারক, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক, সদস্য শ্রম আপিল ট্রাইব্যুনাল, শ্রম আদালতের চেয়ারম্যান, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সব আদালতের বিচারকের প্রতি এ নির্দেশনা দেয়া হয়েছে।
এফএইচ/এআরএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির
- ২ শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে নয়ন কারাগারে
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
- ৪ ‘হাসিনা-কামালের আমৃত্যু যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি’
- ৫ সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা