খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ ডিসেম্বর
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চার সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পর মামলার কার্যক্রম ২১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন। তবে অসুস্থতার জন্য এদিন আদালতে যাননি খালেদা জিয়া।
খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সোনালী ব্যাংক লালমাটিয়া শাখার মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) আবদুল গফুরসহ চারজন সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্য দানকারি অপর তিনজন হলেন, সোনালী ব্যাংক লালমাটিয়া শাখার কর্মকর্তা হারুনুর রশীদ, হারুনুর রশীদ ফকির ও আমিন উদ্দিন আহমেদ। আমিন উদ্দিন আহমেদ এ মামলায় চেক লেনদেনের সাক্ষী।
মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা নাজমুল আহসানকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। ২১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষে সাক্ষীকে জেরা করার দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, সুস্থতা সাপেক্ষে আগামী ধার্য তারিখে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেন।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন আদালতে সময়ের আবেদন জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসনের শারিরীক সমস্যার কারণে আদালতে আসতে পারেননি। তার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ২৬তম সাক্ষী দুদকের সহকারী পরিচালক নাজমুল আহসানকে আজ (বৃহস্পতিবার) জেরা করছেন খালেদা জিয়ার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। এছাড়াও সাক্ষ্য দিতে আরও পাঁচ সাক্ষীকে হাজির করা হয়।
দুদকের পক্ষে আইনজীবী মোশররফ হোসেন কাজল বলেন, প্রধানমন্ত্রী থাকাকলীন খালেদা জিয়া এ ষ্ট্রাস্ট গঠন করেন। যা আইনত করা য়ায় না। ষ্ট্রাষ্টের অর্থ নিজেরা লাভবান হতে ব্যয় ও আত্মসাৎ করেছেন বলে তিনি দাবী করেন।
এফএইচ/এএইচ/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ২ প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, আরও ১১ আসামি কারাগারে
- ৩ টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ মিলেছে
- ৪ শতাধিক গুম-খুনের অভিযোগে জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে
- ৫ প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে