জয়দেবপুরে শিশু নয়ন হত্যা: আপিলে আসামির জামিন স্থগিত
ফাইল ছবি
জয়দেবপুরে ২০১৬ সালের নভেম্বরে আট বছরের শিশু নয়ন হত্যা মামলার আসামি মো. রফিককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রোববার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর নয়নকে গলাটিপে হত্যার পর মরদেহ গুম করা হয়। দুইদিন পর ১৩ নভেম্বর পুলিশ মো. রফিককে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৫ মে রফিককে জামিন দেন হাইকোর্ট।
এরপর রফিক কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে। এ আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ আসামির জামিন স্থগিত করেন ও দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এফএইচ/এআরএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা হয়
- ২ জোটের প্রার্থী হলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট
- ৩ সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন-ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে
- ৪ জিয়াউলসহ ১১জনের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৫ কোর্ট ফি’র ২০ শতাংশ কল্যাণ তহবিলে জমার দাবি আইনজীবীদের