মুনিয়া হত্যা মামলা: হাইকোর্টে এক আসামির ৬ সপ্তাহের জামিন

রাজধানীর গুলশানে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া (২১) হত্যা মামলার আসামি ও ভাড়া বাড়ির মালিক ইব্রাহিম আহমেদ রিপনকে পাসপোর্ট জমা রাখার শর্তে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আদেশে আদালত বলেছেন, এ সময়ের মধ্যে তিনি বিদেশ যেতে পারবেন না এবং মামলার তদন্তকাজে সহযোগিতা করবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুনিয়াকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগে করা মামলায় আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান মিজান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
বহুল আলোচিত এ ‘রহস্যজনক মৃত্যু’র ঘটনায় আদালতের নির্দেশে মামলা নেয় গুলশান থানা। গত ৭ সেপ্টেম্বর দায়ের হওয়া সেই মামলায় ধর্ষণের পর মুনিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
এফএইচ/ইএ/জেআইএম/এমকেআর
বিজ্ঞাপন