কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ : দুই সাক্ষীর জেরা শেষ
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদসহ ৫ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৯ ও ২০তম সাক্ষীর জেরার কার্যক্রম শেষ করেছে আসামিপক্ষ।
রোববার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীদের জেরা শেষে মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
১৯তম সাক্ষী চান্দু মিয়া ও ২০তম সাক্ষী মো. আব্দুল মান্নান। আসামিদের পক্ষে জেরা করেন আইনজীবী মাসুদ রানা ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের ৫ রাজাকারের বিরুদ্ধে ৭টি অভিযোগে চার্জ গঠন করা হয়। পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ গ্রেফতার আছেন। আর পলাতক বাকি আসামিরা হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।
এফএইচ/একে/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর