সুপ্রিম কোর্টে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত
সুপ্রিম কোর্টে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়/ছবি: জাগো নিউজ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সুপ্রিম কোর্টের বাগানে (ইনার গার্ডেনে) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের খতিব মুফতি আবু জাফর।
নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোজাম্মেল হেসেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরও অংশ নেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাক দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ড. মো. বশির আহিমেদ, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা।
জানাজা শেষে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মরদেহে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তার মরদেহ দাফনের জন্য মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮৬) মারা যান।
যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগদান করেন। এক যুগেরও বেশি সময় সেই দায়িত্ব পালনের পর ২০০৭ সালে অবসরে যান। এরপরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি।
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল’ ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীসময়ে ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের ‘লিং কনস ইন’ থেকে ‘বার এট ল’ ডিগ্রি অর্জন করেন।
১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারি সৈয়দ আমিরুল ইসলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান।
তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এফএইচ/এএএইচ/জিকেএস