এম কে আনোয়ারের দুই মামলায় জামিন
নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলা থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে জামিন আবেদন করেন বলে জানান আইনজীবী সগির হোসেন লিয়ন।
মামলার এজাহার থেকে জানা যায়, এমকে আনোয়ার- ২০১৫ সালের শুরুতে সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে দুই মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় বিচারিক আদালতে জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়। বিএনপির এই নেতা বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে রয়েছেন।
এফএইচ/এসকেডি/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির
- ২ শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে নয়ন কারাগারে
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
- ৪ ‘হাসিনা-কামালের আমৃত্যু যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি’
- ৫ সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা