খালাস চেয়ে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আপিল
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক (নিম্ন) আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের পক্ষে করা আপিল আবেদনে জামিনের জন্য আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে খালাস চেয়েও আপিল করেছেন তিনি।
মোহাম্মদ হোসেন এর আপিলের বিষয়টি গণমাধ্যমকে সোমবার (৭ নভেম্বর) জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ১২ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এছাড়া তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
এফএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ২ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৩ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৪ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস
- ৫ প্রিজন ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান, অন্যায়ভাবে আটকের অভিযোগ