ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সেন্ট্রাল ল’ কলেজের জায়গায় ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বিজয়নগরের সেন্ট্রাল ল’ কলেজের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে সেন্ট্রাল ল কলেজের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহমদ সোহেল ও জিয়াউর রহমান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন তিতাস হিল্লোল রেমা। ভূমি সচিব, ঢাকার ডিসি, সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি এক জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি  প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদন সংযুক্ত করে সেন্ট্রাল ল’কলেজের প্রাক্তন শিক্ষার্থী পারভীন সুলতানা  হাইকোর্টে রিট করেন। আজ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বাণিজ্যিক ভবনে নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এফএইচ/এসকেডি/পিআর