ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক অ্যাটর্নি জেনারেল, সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মাহমুদুল ইসলামের মৃত্যুতে দেশের বিচার বিভাগ ও আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মাহমুদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজায় অংশ নেন এবং ফুলের তোড়া দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

একে/আরআইপি