ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জঙ্গিদের অর্থায়ন : ব্যারিস্টার শাকিলার জামিন বিষয়ে রায় সোমবার

প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

‘হামজা ব্রিগেড’ নামে একটি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেয়া প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়েছে। আগামি সোমবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

রুলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ফারজানার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জেডআই খান পান্না ও জয়নুল আবেদিন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

নিম্ন আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে গত ১০ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন ব্যারিস্টার শাকিলা। তার আবেদনের প্রেক্ষিতে আদালত রুল জারি করেন। আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছিলেন আদালত। আজ এই রুলের উপর শুনানি শেষ হয়।

গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার দুই সহযোগী আইনজীবী লিটন ও বাপনকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর সদস্যরা। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে দায়ের করা এই দুই মামলায় দুই সহযোগী আইনজীবী চট্টগ্রামের বিচারিক আদালত থেকে জামিন পেলেও জামিন হয়নি শাকিলার। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এফএইচ/বিএ