ব্যারিস্টার শাকিলার মুক্তিতে বাধা নেই
ফাইল ছবি
‘হামজা ব্রিগেড’ নামে একটি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন হাই কোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
সোমবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ফারজানার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না ও জয়নুল আবেদিন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামিন প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়। শুনানি শেষ করে আজ ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে রায় ঘোষণার দিন ঠিক করা হয়।
নিম্ন আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে গত ১০ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন ব্যারিস্টার শাকিলা। তার আবেদনের প্রেক্ষিতে আদালত রুল জারি করেন। আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছিলেন আদালত।
গত ১৮ অাগস্ট রাতে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার দুই সহযোগী আইনজীবী লিটন ও বাপনকে গ্রেফতার করে র্যাব-৭ এর সদস্যরা। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সন্ত্রাস দমন আইনে দায়ের করা এই দুই মামলায় দুই সহযোগী আইনজীবী চট্টগ্রামের বিচারিক আদালত থেকে জামিন পেলেও জামিন হয়নি শাকিলার। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।
এফএইচ/এমজেড/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির
- ২ শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে নয়ন কারাগারে
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
- ৪ ‘হাসিনা-কামালের আমৃত্যু যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি’
- ৫ সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা