ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

এমঅ্যান্ডএম এয়ার সি কার্গোর ৫ মালিকের বিরুদ্ধে রুল জারি

প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

সুইজারল্যান্ডভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘এমঅ্যান্ডএম’ এয়ার সি কার্গো লিমিটেডের পাঁচ মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মুদ্রাপাচার ও কর ফাঁকির অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে দেশের প্রচলিত বৈদেশিক বাণিজ্য নীতি (ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন) ১৯৪৭, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন (অর্থ পাচার) ২০১২ অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতের শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান।

রিটে বিবাদী করা হয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণায়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ফিনানশিয়াল ইনটেলিজেন্স (এফআইইউ) এর নির্বাহী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান, মহাব্যবস্থাপক, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস (আরজেএসসি), চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার, মাঞ্চ অ্যান্ড মিলিটজার (এমঅ্যান্ডএম) কার্গো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মনিকা শিল্পী অধিকারী, এমঅ্যান্ডএম এয়ার সি কার্গো বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. মফিজুল ইসলাম, এমঅ্যান্ডএম সি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসাইন, এমঅ্যান্ডএম সি বাংলাদেশ লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিরুর রহমান এবং কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মো. শাফি ওমর।

রিট আবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের এই কোম্পানিটি বাংলাদেশে তাদের এজেন্ট নিয়োগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে কৌশলে পাচার করছে। সরকারের রাজস্ব বোর্ডে মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করছেন। এতে শতশত কোটি টাকার কর থেকে বঞ্চিত হয়েছে দেশ।

এফএইচ/এসকেডি/বিএ