তারেকের মামলা বাতিল : আপিলের সিদ্ধান্ত বৃহস্পতিবার
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দুই ঠিকানায় নোটিশ পাঠানোর বিষয়ে হাইকোর্টকে অবহিত করা হয়েছে। আমরা আদালতে বলেছি তারেককে আত্মসর্মপনের জন্য এবং আপিলের বিষয়ে অবহিতের জন্য নামকরা দুই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেই সঙ্গে চার্জশিটে থাকা দুই ঠিকানায় (লন্ডন ও ঢাকা) সমনের নোটিশ পাঠানো হয়েছে। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
অর্থপাচার (মানিলন্ডারিং) মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের পর ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেন। কিন্তু তিনি অদ্যবধি আত্মসমর্পন করেননি।
এরপর মামলাটি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যতালিকায় আসলে গত ১২ জানুয়ারি আবারো বিচারিক আদালতে আত্মসমর্পনের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্ট বিভাগ থেকে এ বিষয়ে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। বিষয়টি আদালতকে অবহিতের পর সমনের নোটিশ তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে বুধবার আদালতকে অবহিত করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর