আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বৃদ্ধকে বের করে দেওয়ায় হাইকোর্টের ক্ষোভ
ফাইল ছবি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া এক বৃদ্ধকে ওই ঘর থেকে বের করে দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। ওই বৃদ্ধ বরাদ্দ পাওয়া ঘরে না থেকে কেন বারান্দায় এক কোণে থাকেন- সে বিষয়ে সবশেষ তথ্য জানতে চেয়েছেন আদালত।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা হাইকোর্টকে জানালে হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বলেন, আদালত এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেছেন। তবে জেলা প্রশাসক একটি প্রোগ্রামে থাকায় এনডিসি শাহেদ আরমানকে বিষয়টি জানিয়েছি। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো।
এফএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর