যুগ্ম জেলা জজ পদমর্যাদার ২৯ বিচারক বদলি
ফাইল ছবি
যুগ্ম জেলা জজ পদমর্যাদার ২৯ বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশ অনুসারে রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে, জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা কর্মস্থলে নিয়োগ দেওয়া হলো।
এফএইচ/জেডএইচ/জেআইএম