ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রিজভী কারামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

সাড়ে চার মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

১৪০ দিন কারাভোগের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকের সামনে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, রিজভীর বিরুদ্ধে ৫০টি মামলা ছিল। সব মামলায় তিনি আদালত থেকে জামিন পান। কারাগারে জামিননামা পৌঁছানোর পর আজ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রুহুল কবির রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: সব মামলায় রিজভীর জামিন, কারামুক্তিতে বাধা নেই

পরদিন ৮ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।

এরই ধারাবাহিকায় তখন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এরমধ্যে পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এদিকে আজ কারামুক্তির পর কারা ফটকের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার স্ত্রী আরজুমান আরা বেগম সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> রিজভী-আমানসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আটক

jagonews24

এছাড়াও কারা ফটকের সামনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> কারাগারে থেকেই আইনের মাস্টার্স পরীক্ষায় বসছেন রিজভী

রুহুল কবির রিজভী ঈদের আগেই ৫০ মামলার সবকটিতে জামিন পান। সবশেষ গত ১৮ এপ্রিল মানহানির অভিযোগে একটি মামলায় গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে সেই জামিননামার মূল কপি কারাগারে না পৌঁছানোয় ঈদের আগে তার কারামুক্তি মেলেনি।

মঙ্গলবার বিএনপির এই অন্যতম মুখপাত্রের জামিননামার মূল কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে রিজভীকে কারামুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন>> কারাগারে থাকা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেএ/এমকেআর/এমএস