সারাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’।
দিবসটি উপলক্ষে শুক্রবার সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আইন ও বিচার বিভাগের উদ্যোগে রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি র্যালি হয়।
র্যালিতে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ অন্যরা অংশগ্রহণ করেন। এছাড়া আইন ও বিচার বিভাগ এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন র্যালিতে।
আরও পড়ুন: আইন পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংক্ষিপ্ত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
তিনি বলেন, আইনি সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে আইন ও বিচার বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আইন সচিব আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান সচিব। তিনি আরও জানান, অসহায় শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইন সহায়তা সেল করা হয়েছে।
আরও পড়ুন: কালো আইন ইনডেমনিটি বাতিল ও জাতির দায়মোচন
সচিব বলেন, বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর অধিক গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন মানুষ কম সময়ে আইনি সহায়তা পাচ্ছে, অন্যদিকে আদালতগুলোতে হ্রাস পাচ্ছে মামলা জট।
হেল্পলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে মো. গোলাম সারওয়ার বলেন, টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা দেওয়া হচ্ছে।
অন্যদিকে জেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, ম্যাগাজিন, দেয়ালিকা প্রকাশ এবং প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সংবাদপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিবের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
এফএইচ/জেডএইচ/এমএস