বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি কেন নয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী ভাষণগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্রের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতির পিতার দুর্নীতিবিরোধী ভাষণগুলো (অডিও-ভিডিওসহ) আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এদিন দুর্নীতি নিয়ে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হলে হার্ডলাইনে যেতে হবে। সবাই সোচ্চার না হলে শুধু বিচারবিভাগ কিংবা গণমাধ্যমের পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আইনজীবী ইমাম হাছান।
এফএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি
- ২ প্রথম আলো কার্যালয়ে হামলার মামলায় আট আসামি রিমান্ডে
- ৩ রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
- ৪ জুলাই আন্দোলনে অপু হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল কারাগারে
- ৫ জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি