ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আদালত প্রাঙ্গণে আইনজীবীর মৃত্যু, সহকর্মীদের দাবি হিটস্ট্রোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ মে ২০২৩

রাজধানীর ঢাকায় নিম্ন আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তার সহকর্মীরা দাবি করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

আইনজীবী শফিউল আলম ওরফে আলাউদ্দিনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন>> আইনজীবীদের পোশাকের বিষয়ে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। হঠাৎ মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সামনে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন উপস্থিত আইনজীবীরা তাকে ঢাকা আইনজীবী সমিতির মেডিকেলে নিয়ে যান। তখন পর্যন্ত তার সেন্স ছিল। এরপর অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাধারণ আইনজীবীদের মুখে শুনেছি তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। আমরা এখনো ডেথ সার্টিফিকেট পাইনি। তাই মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারছি না।

সাধারণ আইনজীবীরা বলছেন, তীব্র দাবদাহের মধ্যে কোর্ট-গাউন পরার কারণে শফিউল আলম ওরফে আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন>> গরমে কালো কোট বাধ্যতামূলক না করতে ২০ আইনজীবীর আবেদন

আইনজীবীরা গ্রীষ্মকালীন ড্রেসকোড পরিবর্তনের জন্য বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক লেখালিখি হচ্ছিল। এর মধ্যেই আইনজীবীর মৃত্যু। ড্রেসকোড পরিবর্তন হলে এমন ঘটনা হয়তোবা হতো না বলছেন আইনজীবীরা।

জেএ/এমএএইচ/এএসএম