ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

৭ ইউপি নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১২ মে ২০২৩

নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোনা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাতজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন প্রসঙ্গে জারি করা এ আদেশে সই করেন আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া।

আদেশে বলা হয়, আগামী ২৫ মে ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদের উপনির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, ৭৪, ৭৫, ৭৬ বিধি ৭৭ এর উপবিধি (১) এবং বিধি ৭৮ এর নির্বাচনী অপরাধসমূহ দ্য ক্রিমিনাল কোড, ১৮৯৮ এর ১৯০ সেকশনের সাব-সেকশন (১) এর অধীনে আমলে নেওয়া সংক্ষিপ্ত বিচারের জন্য ভোটগ্রহণের পূর্বের দুদিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ আগামী ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত মোট পাঁচদিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সাতজন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হলো।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের জন্য নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের জন্য সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আযিযুর রহমান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জন্য পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদিক আহমেদ, ভোলার দৌলতখাঁন উপজেলার চারপাতা ইউনিয়নের জন্য ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়নের জন্য পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের জন্য নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এবং কুমিল্লার মেঘনা উপজেলার চন্দপুর ইউনিয়নের জন্য কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুককে নিয়োগ দেওয়া হয়েছে।

এফএইচ/এমকেআর/জিকেএস