জামায়াতের হরতালের প্রভাব সুপ্রিম কোর্টে পড়েনি
বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাকা হরতালের কোনো প্রভাব সুপ্রিম কোর্টে পড়েনি। বুধবার উচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রমই চোখে পড়ে। আদালতে উপস্থিত আইনজীবীরাও দাবি করেন সুপ্রিম কোর্টে জামায়াতের ডাকা হরতালের কোনো ধরনের প্রভাব পড়েনি।
প্রতিদিনের মতো সকাল থেকে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম চলে। অসংখ্য মামলার শুনানি অনুষ্ঠিত হয় বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদভারে মুখরিত ছিলো সুপ্রিম কোর্ট অঙ্গণ।
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলেও দেখা গেছে প্রতিদিনকার মতো কর্ম ব্যস্ততা। সারা দেশের বিভিন্ন বার থেকে আইনজীবীরা ও শিক্ষানবিশ আইনজীবীরা নানা প্রয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল অঙ্গণে ভিড় করেন।
এফএইচ/এসএইচএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস