ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

গয়েশ্বরসহ বিএনপির ১৬ নেতাকর্মীর আগাম জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৫ মে ২০২৩

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা, ইটপাটকেল ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগে করা পৃথক দুই মামলায় আদালত তাদের ছয় সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন- দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি নেতা মীর শরফত আলী সপু, আবদুল কাদের ভূইয়া জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী, সাইফ মাহমুদ জুয়েল, রুমা আক্তার, আবদুস সাত্তার।

আরও পড়ুন>> গয়েশ্বরসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তাদের উপস্থিতিতে শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ বিএনপি নেতাদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

ব্যারিস্টার কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে এ মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছে। এসব কার্যক্রম করে পুলিশ আজ শুধু বিতর্কিতই নয়, তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানায় গয়েশ্বরসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এর আগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।

এফএইচ/এএএইচ/জিকেএস