ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

প্রধান বিচারপতি দক্ষিণ কোরিয়ায়, দায়িত্বে বিচারপতি নূরুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৯ মে ২০২৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক তথ্য বিবরণীতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের আমন্ত্রণে এক সিম্পোজিয়ামে অংশ নিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৮ মে থেকে ২ জুন সিউলে অবস্থান করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ মে’র প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির অনুপস্থিততে অর্থাৎ ২৮ মে থেকে ২ জুন অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।

এফএইচ/বিএ/এএসএম