ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অর্থ-সম্পদ অর্জনের জন্য রাজনীতি নয়: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ৩০ মে ২০২৩

অর্থ-সম্পদ উপার্জনের অনেক বৈধ মাধ্যম ও পেশা রয়েছে উল্লেখ করে উচ্চ আদালত বলেছেন, রাজনীতিবিদরা এর (উপার্জনের) জন্য রাজনীতিতে আসতে পারেন না।

মঙ্গলবার (৩০ মে) বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার দণ্ডের আপিল খারিজের রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

রায়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের দণ্ড বহাল রেখেছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ১৩ ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, অর্থ-সম্পদ অর্জনের জন্য বৈধ ব্যবসাসহ অনেক মাধ্যম ও পেশা রয়েছে। কিন্তু নিজ ও নির্ভরশীলদের নামে অর্থ-সম্পদ অর্জনের জন্য একটি পেশার আওতায় রাজনীতি ও রাজনীতিবিদরা আসতে পারেন না।

আদালত বলেন, জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার উদ্দেশ্য নিয়েই রাজনীতিবিদরা রাজনীতির সঙ্গে জড়িত হন। দেশের মানুষের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠা নিয়ে রাজনীতিবিদরা কাজ করেন। রাজনীতিবিদরা রক্ষক হবেন, তারা ভক্ষক হবেন না।

দুর্নীতির খারাপ অবস্থা তুলে ধরে হাইকোর্ট বলেন, দুর্নীতি সব লিঙ্গ, বয়স এবং বর্ণের মানুষকে প্রভাবিত করে। এটি দরিদ্র এবং দুর্বল জনগোষ্ঠীকে বেশি আঘাত করে। দেশের জনগণ বিশেষ করে দায়িত্বশীল স্টেকহোল্ডারদের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে তারা কেবল দুর্নীতির শিকারই নয়, এর বিরুদ্ধে সংগ্রামের মূল খেলোয়াড়ও।

আদালত আরও বলেন, আপনি যদি বিশ্বে পরিবর্তন আনতে চান এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান, তাহলে দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জন্য একটি কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হবে। হিসাব দেওয়ার দায়িত্ব থাকতে হবে এবং আইনের বিধান অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে।

দুর্নীতির বিষয়ে ছোটবেলা থেকে শিশুদের শিক্ষা দেওয়া দরকার উল্লেখ করে আদালত বলেন, বাল্যকাল থেকেই শিশুদের মধ্যে সততা এবং অসততার পার্থক্য শেখানো উচিত।

এফএইচ/কেএসআর/এমএস