ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

চট্টগ্রামে হত্যাকাণ্ড: দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:০১ পিএম, ৩১ মে ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলীতে আবদুস সবুর হত্যাকাণ্ডে দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৩১ মে) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জাবেদ ও হাবিজ আহমদক। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসিতে ঝুঁলিয়ে রায় কার্যকর করার আদেশ দেন বিচারক। এছাড়া মিন্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশীদ জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ নভেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুস সবুরকে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় সবুরের স্ত্রী বাদী হয়ে কর্ণফুলী থানায় ১০ জনকে এজাহারনামীয় করে করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্রের আসামি ফরিদ আহমদ মারা যান। ২০১৫ সালের ৮ এপ্রিল ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম