তারেক-জোবায়দার সাজা
সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল
বিএনপিন্থি আইনজীবীদের বিক্ষোভ
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই আদালতের সামনে বিক্ষোভ ও জুতা মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এদিকে রায় ঘোষণার খবর শুনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের প্রতিবাদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ করেন। আদালতের পরিবেশ নষ্ট করতে দেবেন না দাবি করে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।
আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড
বুধবার (২ আগস্ট) বিকেলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চত্বরে উভয় দলের আইনজীবীরা এমন পাল্টাপাল্টি বিক্ষোভ করেন।
আওয়ামী লীগপন্থি আইনজীবীদের বিক্ষোভ
যদিও মামলার রায় ঘোষণা শুরুর আগে থেকেই আদালত চত্বরে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের জড়ো হতে দেখা যায়। রায় ঘোষণার পর জুতা মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আরও পড়ুন: রায়ের পর বিএনপিপন্থি আইনজীবীদের জুতা মিছিল
বিএনপিপন্থি আইনজীবীদের জুতা মিছিল ও বিক্ষোভের প্রতিবাদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল করেন। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
এফএইচ/কেএসআর/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর