ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নাটোরে সিরিজ বোমা হামলা : রায় ২৮ মার্চ

প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৩ মার্চ ২০১৬

নাটোরে সিরিজ বোমা হামলা মামলার সাত জেএমবি নেতার রায় ঘোষণার দিন পেছানো হয়েছে। সাত জেএমবি সদস্যের মধ্যে নিরাপত্তার কারণে একজন অনুপস্থিত থাকায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলার রায় মুলতবি ঘোষণা করে আগামী ২৮ মার্চ পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী এবং নাটোর কারাগার থেকে জেএমবির সুইসাইড স্কোয়াডের ৬ সদস্য আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব, আব্দুল মতিন ওরফে ইসমাইল, শহীদউল্লাহ ওরফে ফারুককে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জেএমবি সদস্য শফিউল্লাহ ওরফে তারিককে আদালতে হাজির না করায় বিচারক পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেন।

Nator

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরের আদালত প্রাঙ্গণ, জেলা প্রশাসক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)। এ মামলায় মোট ৬৬ জন স্বাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ৭ মার্চ উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আজ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।  

রেজাউল করিম রেজা/এসএস /এসএস

আরও পড়ুন