ফুল দিয়ে নতুন প্রধান বিচারপতিকে তদন্ত সংস্থার শুভেচ্ছা
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির চেম্বারে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম সানাউল হকের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মো. আব্দুর রহিম, উপ পরিচালক মো. মতিউর রহমান, উপ পরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান, উপ পরিচালক মো. শাহজাহান কবীর ও ডিএডি বদরুল আলম।

এর আগে নতুন প্রধান বিচারপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এফএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি
- ২ প্রথম আলো কার্যালয়ে হামলার মামলায় আট আসামি রিমান্ডে
- ৩ রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
- ৪ জুলাই আন্দোলনে অপু হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল কারাগারে
- ৫ জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি