বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১৬ অক্টোবর
দোহারের মৈনটঘাটে পদ্মার পানিতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। এ মামলার ১৫ আসামি বর্তমানে কারাগারে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুলাই একসঙ্গে ১৫-১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যান। এর মধ্যে সন্ধ্যার পর নিখোঁজ হন সানি। রাতেই স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছায় দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৫ জুলাই সকালে সানির মরদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল শেষে ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
জেএ/জেএইচ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক এমডি হেমায়েতকে গ্রেফতার দেখানোর আদেশ
- ২ ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি দেলুর সম্পত্তি জব্দের আদেশ
- ৩ বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল নতুন মামলায় গ্রেফতার
- ৫ অবকাশ শেষে শোকের আবহে খুলেছে নিম্ন আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য