ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

মাহবুবে আলমের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল মরহুম অ্যাডভোকেট মাহবুবে আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী গেলো ২৭ সেপ্টেম্বর। ওইদিন বুধবার (২৭ সেপ্টেম্বর) মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী ঘিরে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন আইনজীবীরা। ওই দিন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিনসহ তার জুনিয়র আইনজীবীরা মরহুম মাহবুবে আলমের কবর জিয়ারত করেন।

মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান। সে হিসেবে তার মৃত্যুর তিন বছর পূর্ণ হলো। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মাহবুবে আলমের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

তিনি ছিলেন দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল। দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে এমন এক সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচার বিভাগকে ঘিরে নানা বিতর্কের কারণে সারাক্ষণই তার দপ্তর ছিল গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে। তিনি দীর্ঘকাল একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বও দিয়েছেন। ২০০৯ সালে তিনি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ার পর থেকে তিনি তার দায়িত্ব পালন করে আসছিলেন। আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনসিয়ার এবং নিষ্ঠার সঙ্গে সরকারের দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় মাহবুবে আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম