জনকণ্ঠের সম্পাদককে আত্মসমর্পণের নির্দেশ
ফাইল ছবি
নকশা জালিয়াতির মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে ৭ দিনের মধ্যে বিচারকি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার বিরুদ্ধে লিভ টু আপিলের অনুুমতি দিয়েছেন আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগের ডিআইটি রোডে ১৫ তলা ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
২০০৮ সালে মাসুদকে বিশেষ জজ আদালত আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সাজা দেন।
বিচারিক আদালতে দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন।
হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। সোমবার আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে জনকণ্ঠ সম্পাদক বিচারিক আদালতে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এফএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রোববার
- ২ রাজধানীতে ৩ বছরের শিশুকে অপহরণ মামলায় অভিযুক্ত কারাগারে
- ৩ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
- ৪ নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি নোটিশ
- ৫ চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ