বিএনপি নেতা এ্যানির জামিন আপিলে স্থগিত
জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৫ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ্যানিকে জামিন দিয়েছিল। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুদক। ওই আবেদন শুনানি শেষে হাইকোর্টের রায় এক সপ্তাহের জন্য স্থগিত করলো আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে আইজীবী খুরশিদ আলম খান ও এ্যানির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন শুনানি করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করে।
এফএইচ/আরএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিশু অপহরণ: অটোরিকশাচালক ও তার বাবার দোষ স্বীকার, চারজন কারাগারে
- ২ বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রোববার
- ৩ রাজধানীতে ৩ বছরের শিশুকে অপহরণ মামলায় অভিযুক্ত কারাগারে
- ৪ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
- ৫ নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি নোটিশ