সুপ্রিম কোর্টের বিচার পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে বসে বাংলাদেশের বিচারকার্যক্রম পর্যবেক্ষণ করেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম।
রোববার (৫ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পর্যবেক্ষণ করেন। এ সময় বেঞ্চে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিচারকাজে শুরুর আগেই মালদ্বীপের প্রধান বিচারপতিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পৌনে বারোটার দিকে এজলাসে এসে বসেন মালদ্বীপের প্রধান বিচারপতি। এর পরে দুপুর ১২টার পর তিনি এজলাস ছেড়ে যান।
এর আগে হাইকোর্টের একাধিক বেঞ্চেও বিচারকাজ পরিদর্শন করেন মালদ্বীপের প্রধান বিচারপতি। সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন তিনি।
এফএইচ/এমআরএম/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ পুনর্গঠিত অপরাধ ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আওয়ামী লীগ নেতা
- ২ ২৫ কোটি টাকা চাঁদাবাজি, আনিসুলসহ চারজনের নামে মানিলন্ডারিং মামলা
- ৩ সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়: হাইকোর্ট
- ৪ বিএনপি প্রার্থী জালাল উদ্দীনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৫ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের স্ত্রীর ১০ তলা ভবন জব্দ